বাংলাদেশ জেনেশুনে দ্বন্দ্বের ক্ষেত্রে পরিণত হচ্ছে, এটা উদ্বেগজনক বিষয়: প্রফেসর ড.আলী রীয়াজ
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড.আলী রীয়াজ মনে করেন, চীন-ভারতের দ্বন্দ্ব বাংলাদেশ যেভাবে মোকাবিলা করছে, সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে যাচ্ছে না।
তিনি ডিডাব্লিউকে বলেন, ‘‘তিস্তা প্রকল্পে বাংলাদেশের মূল বক্তব্য হওয়া দরকার, তিস্তার পানির ভাগ নিশ্চিত করা। শুধু তিস্তা নয়, অন্যান্য (অভিন্ন) নদীগুলোর ক্ষেত্রেও সংশয় থেকে গেছে।''
তিনি বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, ভারতকে অনেকরকম সুবিধা দিয়ে দেয়া হচ্ছে। কিন্তু সেই সুবিধাগুলোর বিনিময়ে বাংলাদেশ কিছু পাচ্ছে, এমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না।''
এইসব দ্বন্দ্ব-সংঘাত ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতির জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে মনে করেন ড.আলী রীয়াজ।
তিনি বলেন, ‘‘দুই পক্ষই আসলে তাদের জাতীয় স্বার্থকে বিবেচনা করেই, তাদের ভূরাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ উদ্ধারের জন্য়ই বাংলাদেশকে এ ধরনের প্রস্তাবগুলো দিচ্ছে। এই দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে তা নয়, অতীতেও ছিল না। এটা ক্রমাগত রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হবে। বাংলাদেশ জেনেশুনে এই দ্বন্দ্বের ক্ষেত্রে পরিণত হচ্ছে, এটা উদ্বেগজনক বিষয়।''
News Courtesy: