Lived Islam & Islamism in Bangladesh বই নিয়ে লেখকের সাক্ষাৎকার
বাংলাদেশের সমাজে ও রাজনীতিতে ধর্মের প্রভাব এবং ক্ষেত্র বিশেষে প্রতিপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা সমৃদ্ধ একটি বই Lived Islam & Islamism in Bangladesh . গবেষণালব্ধ এই বইটির লেখক যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রীয়াজ , ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে সমাজে যাপিত ইসলাম এবং রাজনৈতিক মতাদর্শগত ইসলামের মধ্যে মিল এবং দ্বন্দের কথা বলেছেন।
একদিকে যেমন যাপিত ইসলাম, মুসলমানদের বিশ্বাসের মধ্যে গ্রথিত এবং বস্তুত তা ভক্তিভিত্তিক ইসলাম হিসেবে বিবেচিত অন্য দিকে ঠিক তেমনি ইসলামকে রাজনৈতিক মতাদর্শভিত্তিক করে তোলার প্রবণতাও লক্ষনীয় । বিশ্বাস ও ভক্তিভিত্তিক ইসলাম যেমন স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে চলেছে, রাজনৈতিক ইসলাম অনেকখানি রাষ্ট্রিক সীমান্তকে অতিক্রম করে যায় । তবে অধ্যাপক আলী রীয়াজ আমাদের স্মরণ করিয়ে দেন যে এই সরলরৈখিক হিসেবটাও পুরোপুরি ঠিক নয় । গোটা ব্যাপারটাই জটিল। তাঁর বইয়ে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে ইসলামের ব্যবহার-অপব্যবহারের প্রসঙ্গটিও এসছে।
এই সাক্ষাৎকারটি নিয়েছেন, ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ
News Courtesy:
https://www.voabangla.com/a/interview-with-ali-riaz-aa-news-20-april2018/4358222.html