আমিই রাষ্ট্র
পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট হয়েছে, যা ক্রমান্বয়ে হয়ে উঠেছিল ব্যক্তিতান্ত্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যক্তিই হয়ে উঠছিল রাষ্ট্র। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের লক্ষণগুলো কী? কীভাবে এই ধরনের শাসনের উত্থান ঘটে? রাজনীতি ও সমাজের কোন উপাদানগুলো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ সুগম করে? বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ। আমিই রাষ্ট্র: বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থে এই শাসনের প্রকৃতি ও পরিসর বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের শাসনের উত্থান রোধের জন্য করণীয় কী সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে দাঁড়ানো বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বুঝতে আগ্রহীদের জন্য অবশ্যপাঠ্য এই বই।