অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া লিখিত মতামতে এ দাবি জানিয়েছে তারা। 

বুধবার (৯ এপ্রিল) গণ অধিকার পরিষদ ও বিকল্পধারা বাংলাদেশ লিখিত মতামত জমা দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।

রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদল। পরে দলের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তরিত করতে হবে। সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারই সংবিধানসহ সব সংস্কারকাজ সম্পন্ন করবে।

’ জাতীয় সংবিধান কাউন্সিল গঠন উল্লেখ করে ওই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা। এ ছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২৩ করার প্রস্তাবও তুলে ধরা হয়েছে। ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৭টি বিষয়ে একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ।
এদিকে কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

তবে একটি প্রস্তাবে তাদের আংশিক ভিন্নমত রয়েছে। দলটির মহাসচিব শাহ আহমেদ বাদল জানান, একটি বাদে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সাথেই বিকল্পধারা একমত। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ (সরাসরি) ভোটের প্রস্তাব করেছেন তারা।

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন।

এতে ৩১টি দল তাদের মতামত দিয়েছে। মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। এরআগে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

News Courtesy:

Kaler Kontho | April 9, 2025

 

 

An unhandled error has occurred. Reload 🗙