আগামীর বাংলাদেশের পথরেখা তৈরি ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ

আগামীর বাংলাদেশের পথরেখা তৈরি ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আগামী বাংলাদেশের পথরেখা তৈরি করাই ঐকমত্য কমিশনের অন্যতম লক্ষ্য। স্বাধীনতা-উত্তর সময়ে এই প্রথম রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা একটি পথ-পদ্ধতি তৈরি করার সুযোগ পেয়েছি।’

 

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনের এলডি হলরুমে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। 

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দিপুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। 

আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৫ জুলাই। এই মেয়াদের মধ্যে কাজ সম্পাদন করতে চায় কমিশন।’

সবার সঙ্গে অব্যাহত আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরির আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ঐকমত্য কমিশন ভূমিকা রাখবে।’ সূত্র: বাসস

News Courtesy:

Khaborer Kagoj | April 8, 2025

 

 

An unhandled error has occurred. Reload 🗙