সিইসি ও কমিশনার নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো একমত : ড. আলী রীয়াজ

সিইসি ও কমিশনার নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো একমত : ড. আলী রীয়াজ

নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারদের নিয়োগ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ বুধবার (২৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্য সদস্যরা হবেন বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি।

আলী রীয়াজ বলেন, “বিদায়ি নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারগণকে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ‘ইচ্ছাপত্র’ ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করাসহ নিজস্ব উদ্যোগে কার্যক্রম পরিচালনা করবেন।

News Courtesy:

Kaler Kontho | JUly 23, 2025

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙