পত্রিকা: ' জুলাই সনদের খসড়া তৈরি ১২ বিষয়ে ঐকমত্য '

পত্রিকা: ' জুলাই সনদের খসড়া তৈরি ১২ বিষয়ে ঐকমত্য '

' জুলাই সনদের খসড়া তৈরি ১২ বিষয়ে ঐকমত্য ' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। আজ ঢাকার বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জুলাই সনদ চূড়ান্তসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই সংবাদ প্রকাশিত হয়েছে।

এ খবরে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় আরো দুটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো।

গতকাল রোববার কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, " ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই।"

News Courtesy:

BBC Bangla | July 28, 2025

 

 

An unhandled error has occurred. Reload 🗙