কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে: আলী রীয়াজ

কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ফ্যাসিবাদী শাসন আর যেন কোনো অবস্থাতেই ফিরে না আসে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

‎সোমবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

আলোচনায় খেলাফতে মজলিজের প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ন মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

‎এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ‎আলোচনায় সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো তুলে ধরে খেলাফত মজলিস।

‎কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। আর যেন কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। পাশাপাশি জনগণ যেন অনুধাবন করতে পারে যে নাগরিক হিসেবে তার সকল অধিকার সুরক্ষিত আছে।

‎তিনি বলেন, আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। মানুষ তার জীবনাচরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।

News Courtesy:

Sarabangla | April 21, 2025

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙