দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে।

সবশেষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ নামে একটি কমিটি করার প্রস্তাব দেয়া হয়।

এই কমিটির ফলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে উল্লেক করে তা গঠনে রাজি হয়নি বিএনপি। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে দলটি।

এদিকে, সংবিধানের মূলনীতি প্রসঙ্গে দেয়া প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত। এছাড়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়েও রাজি অধিকাংশ দল।

প্রসঙ্গত, প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আলোচনা করেছে ঐকমত্য কমিশন।

 

 

News Courtesy:

Bangladesh Times | June 25, 2025

An unhandled error has occurred. Reload 🗙