দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা থাকলে জুলাই সনদ সম্ভব

দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা থাকলে জুলাই সনদ সম্ভব

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা শুরু হয়েছে।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

আজকের আলোচ্যসূচি হিসেবে কোনো বিষয় নির্ধারিত নেই। গত তিনটি সংলাপের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আজ। আজকের আলোচনা শুরু ১৯ জুনের অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে।

সভার স্বাগত বক্তব্যে জাতীয় ঐক‍মত‍্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সুনির্দিষ্ট অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। দলগুলো যেন দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেজন‍্য আগামী দু‌ইদিন সভা মুলতবি করে। পরে সিদ্ধান্তসহ বুধবার (২৫ জুন) আবার আলোচনা হবে। তবে আগামী সপ্তাহের গোড়াতে উচ্চ কক্ষ নিয়ে আবার আলোচনা হবে।

রাজনৈতিক দলগুলোর কাছে আলী রীয়াজ আহ্বান জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে এ আলোচনা সেই চেতনা থেকে আরও একটু ছাড় দেওয়ার মানসিকতায় আসার জন‍্য। তাহলে দ্রুত জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে।

News Courtesy:

banglanews24 | June 22, 2025

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙