গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে বলেন, অধ্যাপক আলী রীয়াজ

গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে বলেন, অধ্যাপক আলী রীয়াজ

“গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলণ্ঠিত করা হয়েছে” এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো আমাদের বুকের ওপর চেপে ছিল, তা আপনাদের সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে পরাস্ত করা গেছে।

এ বিজয় কেবল রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র সংস্কারের পথ প্রশস্ত করেছে।

তিনি আরও বলেন, এখন আমাদের সামনে সবচেয়ে বড় কাজ হলো একটি নতুন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়া। ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং নিপীড়নের রাজনীতি বন্ধ করতেই হবে।

News Courtesy:

Daily LOkalay | April 19, 2025https://www.dailylokaloy.com/news-details/2859

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙