গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে বলেন, অধ্যাপক আলী রীয়াজ

“গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলণ্ঠিত করা হয়েছে” এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো আমাদের বুকের ওপর চেপে ছিল, তা আপনাদের সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে পরাস্ত করা গেছে।
এ বিজয় কেবল রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র সংস্কারের পথ প্রশস্ত করেছে।
তিনি আরও বলেন, এখন আমাদের সামনে সবচেয়ে বড় কাজ হলো একটি নতুন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়া। ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং নিপীড়নের রাজনীতি বন্ধ করতেই হবে।
News Courtesy:
Daily LOkalay | April 19, 2025https://www.dailylokaloy.com/news-details/2859